মোঃ মুবিনুল হক মুবিন >> নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়িতে একটি বসত বাড়ীতে দূর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দুর্গম সীমান্তবর্তী দোছড়ি ইউনিয়নের পাইনছড়িতে এ ঘটনা ঘটে।
ওই দিন ডাকাতদলের প্রহারে গুরুতর আহত হয়েছেন শিশুসহ ৫ ব্যক্তি। আহতরা হলেন বাড়ির মালিক বৃদ্ধ আবু সুফিয়ান (৬০) তার স্ত্রী আয়েশা বেগম (৫০) ছেলে মোঃ ইদ্রিস (৩১) পুত্রবধু জান্নাতুল বকিয়া (২৫) ও ৬ বছরের শিশু মোঃ আবদুল্লাহ। আহতদের স্থানীয় চিকিৎসক এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় মৌলানা রশিদ আহাম্মদসহ এলাকায় লোকজন জানান, বুধবার রাতে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল আমার বসত বাড়ীতে ঢুকে আমাদের হাত পা বেঁধে মারধর করে। এর পর লুটপাট চালায়। বাড়ির আলমিরাতে রক্ষিত নগদ ৩০ হাজার টাকা এবং স্বর্ণের ১টি হার, কানের দুলসহ দেড় ভরি স্বর্ণ নিয়ে যায়।
ডাকাতদলের প্রহারে আহত হওয়া জান্নাতুল বকিয়া,ও আয়েশা বেগম জানান, গভীর রাতে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ীতে অতর্কিত হানা দেয়। কিছু বুঝে উঠার আগে এলোপাতাড়ী মারধর করে। ডাকাত দলের সদস্যরা মুখোশ পরিহিত অবস্থায় ছিল। তাদের হাতে দেশীয় তৈরী এক নলা একটি বন্দুক, দা, ছুরি ছিল।
ডাকাতদলের সদস্যরা বাড়ী থেকে ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় পুত্র বধু জান্নাতুল বকিয়া বাদি হয়ে চিহ্নিত তিন জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করেন। তবে এ সংবাদ লেখা কাল পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেননি।
মৌজা হেডম্যান মংনু মার্মা জানান, ঘটনার বিষয়টি লোক মুখে শুনেছি আবু সুফিয়ানের বাড়ি ডাকাতি হয়েছে। আমি এ ঘটনা জড়িতদের আইনে আওতায় এনে শাস্তির দাবি করছি।
দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবউল্লাহ থেকে জানতে চাইলে তিনি বলেন,তারা আমার কাছে আসছিল। সে একজন অত্যন্ত সৎ ও ভাল মানুষ, তাদের কথা শুনেছি ডাকাতি হয়েছে এটা সত্য। সম্প্রতি এলাকায় কিছু যুবক মাদকের সাথে জড়িয়ে এ ধরনের কাজে লিপ্ত হচ্ছে।
ঘটনার বিষয়ে অভিযোগের তদন্তের দ্বায়িত্ব থাকা নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক এস আই মফিজুর রহমান মুঠোফোনে জানান, ডাকাতির খবর সত্য নয়। পুর্বের বিরোধের জের ধরে এ অভিযোগ করেছেন।
+ There are no comments
Add yours