আকাশ মারমা মংসিং >> বান্দরবান
গেল ২৪ ঘন্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৯জন । এইদিকে গেল ২৪ ঘন্টায় সনাক্তের হারের সংখ্যা দাড়িয়েছে ৪১.৪৩%।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ১২ জন, রুমা উপজেলা ৫ জন, রোয়াংছড়ি উপজেলা ৩ জন, লামা উপজেলা ৫ জন, আলীকদম উপজেলা ১ জন ও ৩ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫শত ২জন।
২০ জুলাই মঙ্গলবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন। তবে জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৮ হাজার ৯শত ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৮ হাজার ১শত ৩৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ৫শত ২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩শত ৬১জন ও ১হাজার ১শত ৩৬ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।
স্বাস্থ্য বিভাগ জানান, বান্দরবান ৭টি উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে সদর উপজেলা ২১৩জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৯জন, রোয়াংছড়ি উপজেলায় ১৮জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৩ জন, রুমা উপজেলায় ১৪জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৫জন, লামা উপজেলা ৫৫ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৯ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৪৩ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৫ জন, ও আলীকদম উপজেলায় ১৭ জন করনা কধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৪ জন।
স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ২১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।
+ There are no comments
Add yours