বান্দরবানে গৃহকর্মী শিশুকে নির্যাতনের অভিযোগ

Estimated read time 1 min read
Ad1

বান্দরবান প্রতিনিধি:::

বান্দরবান সদর উপজেলায় এক গৃহকর্মী শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে মানবধিকার নেত্রী সারাহ সুদীপা ইউনুস বিরুদ্ধে।

বুধবার (২১ জুলাই) একটি ভিডিও ফুটেজে ৯ বছর শিশুটি তার অত্যাচারে কথা প্রকাশ করলে সেটি সামাজিক যোগাযোগে ছড়িয়ে যায় । সেই ২ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওটে দেখা শিশুটি অঙ্গেপ্রত্যঙ্গে নির্যাতনে আঘাত চিহ্ন দেখা যায়।

নির্যাতনে ঘটানাটি মুখ ফুটে বলতে থাকে। নির্যাতনে ঘটনাটি শিশুটিকে শরীরে হাতে জ্বলন্ত মশার কয়েল দিয়ে ছ্যকা দেওয়া হয়েছে বলে শিশুটি বর্ণনা দেন।

সেই সাপেক্ষে বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর ১২ ঘটিকায় সময় বান্দরবান সদর থানায় মানবধিকার নেত্রী সারাহ সুদীপা ইউনুস ও তার স্বামী ফয়সাল বিরুদ্ধে থানায় মামলা করেন জয়নাব আক্তার জহুরা প্রতিবেশীরা

প্রতিবেশি রওশোনারা বেগম সুত্রে জানা যায়, মেয়েটি নাম জয়নাব আক্তার জহুরা, মেয়েটি বাড়ি -লামা উপজেলা,পিতা-মোঃ জয়নাল আবেদিন,মাতা-তানিয়া আক্তার। তিনি ৮নং ওয়ার্ডে বরিশাল পাড়া গ্রামে রওশোনারা বেগম বাড়িতে থাকেন ।

শিশুটি কাজে সন্ধানে বান্দরবানে আসলে আত্বীয় স্বজনরা তাকে মানবধিকার নেত্রী সারাহ সুদীপা ইউনুস বাড়িতে কাজ করা জন্য রেখে দেন। কিন্তু তাদের অত্যচার ৮ মাস ধরে চললে সেই নির্যাতন সহ্য পালিয়ে আসে সেই বাড়ি থেকে ।

ভিকটিম মোহাম্মদ ফয়সাল তার ভাষ্যমতে জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এই ঘটনা পিছনে কারো হাত আছে।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওসি সোহাগ জানান, শিশুটি নির্যাতনে স্বিকার হয়েছে বলে শিশুটি প্রতিবেশি থানায় এসে মামলা দায় করেছে। সেই সাথে সারাহ সুদীপা ইউনুস ও তার স্বামী বিরুদ্ধে শিশু আইন ২০১৩ এর ৭০/৮০ (১) দ্বারা মামলা হয়েছে।

তবে জিজ্ঞাসাবাদে জন্য কোর্টে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours