কর্ণফুলীর বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত

Estimated read time 0 min read
Ad1

মোঃ সারোয়ার, কর্ণফুলী:::

কর্ণফুলী নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে

রবিবার (২৫জুলাই) উপজেলার শিকলবাহা, চরপাথরঘাটা, জুলধা,বড়উঠান এবং চরলক্ষার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়।এতে করে পানিবন্দি হয়ে পড়ে উক্ত এলাকার বসতবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন রাস্তাঘাট।

সরেজমিন গিয়ে দেখা যায়,উপজেলায় বিদ্যমান খালগুলোর বেডিবাধ ডিঙিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে।খালগুলোর ধারণক্ষমতার চাইতে বেশি পানি হওয়ায়, পানি সহজে বেড়িবাঁধের উপর দিয়ে এলাকায় ঢুকে পড়ে।

পানিবন্দীদের কেউ কেউ এব্যাপারে উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ ও করেছেন। যাতে অতি শীগ্রই খালের বেড়ি গুলো আরো উচু করে বাধা হয়।

অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে নষ্ট হয়েছে ফসলি ক্ষেত, দোকানপাটের জিনিসপত্র, বসতভিটের আসবাবপত্র। ডুবে গেছে বিভিন্ন ঘরের রান্নাঘর আর গোয়ালঘর।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours