বিপুল মিয়া, ফুলবাড়ী( কুড়িগ্রাম) প্রতিনিধি :::
ভিকটিমের কথাই পথ দেখাবে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিদেশ ফেরত মানব পাচারের শিকার ব্যাক্তিদের সংগঠন “ফুলকুড়ি অনির্বাণ যুব উন্নয়ন সংস্থা” এর পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে মানব বন্ধন ও সাইকেল র্যালির মাধ্যমে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস ২০২১ উদযাপিত হয়েছে,
শুক্রবার (৩০শে জুলাই) সকালে ফুলবাড়ী উপজেলার “ফুলকুড়ি অনির্বাণ যুব উন্নয়ন সংস্থা`এর আয়োজনে USAID ও WINROCK International এর কারিগারি সহযোগিতায় মানব পাচারের শিকার ব্যাক্তিদের স্মরণ ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে এই দিবসটি পালিত হয়েছে।
ঊক্ত মানব বন্ধন ও সাইকেল র্যালী অনুষ্টানে ফুলকুড়ি অনির্বাণ যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসি/টিআইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ খাইরুল ইসলাম
এছাড়াও আরো উপস্থিত ছিলেন “ফুলকুড়ি অনির্বাণ যুব উন্নয়ন সংস্থা”এর অনির্বাণ ও পিয়ার লিডারের সকল সদস্য বৃন্দ।
+ There are no comments
Add yours