বিপুল মিয়া,ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি:
অর্ধ যুগ পেরিয়ে জীবনের ৬৮ বছরের যন্ত্রণাদায়কে গ্লানি থেকে মুক্তি পেয়েছিল বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসী। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে ছিটমহল বিনিময়ের ৬ বছর পূর্তি পালন করছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দারা। ঐতিহাসিক দিনটি ঘিরে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট ৬৮টি মোমবাতী প্রজ্বলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করছেন সাবেক ছিটমহল আন্দোলন কারী নেতারা।
তৎকালীন ছিটমহল বিনিময় আন্দোলন কমিটির আয়াজনে সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ জুলাই রাত ১২.০১ মিনিট ৬৮ টি মোমবাতি জ্বালিয়ে কেক কেটে অনুষ্ঠান শুরু করে। এরপরে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছিটমহল বিনিময় আন্দোলনের অন্যতম নেতা মইনুল ইসলাম, গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, রফিকুল ইসলাম, সমম্বয় পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, ফজিলাতুনছা সরকারি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলামসহ অনেক। এর আগে ওই মঞ্চে রাত সাড়ে ১০ দশটায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে দাসিয়ারছড়াবাসী। এছাড়া আরো দুটি স্থানে কর্মসূচি নেন স্থানীয়রা। আজ ১ আগস্ট সকালে বাংলাদেশের পতাকা ওড়ে ছিটমহলগুলোতে।
উল্লেখ্য,২০১৫ সালের ৩১ জুলাই মধ্যে রাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে মুজিব-ইদিরা সীমান্ত চুক্তিথির বাস্তবায়ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিন বাংলাদেশের অভ্যান্তরিণ ১১১টি ছিটমহল এবং ভারতের অভ্যান্তরিণে বাংলাদেশের ৫১ টি ছিটমহল দুই-দেশের ভু-খন্ড যুক্ত হয়। দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার পর ১৬২টি ছিটমহল একীভূত হয় নাগরিকত্ব লাভ করেন এবং তারা বাংলাদেশ-ভারতের নাগরিক হবার সুযোগ পান।
+ There are no comments
Add yours