বান্দরবানে ইউনিয়ন পর্যায়ে আগামিকাল যাচ্ছে করোনা ভ্যাকসিন

Estimated read time 1 min read
Ad1

আকাশ মারমা মংসিং >> বান্দরবানঃ

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৭আগস্ট থেকে বান্দরবানের প্রতিটি ইউনিয়ন পর্যায়েও করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে।

শুক্রবার(৬ আগস্ট) সকালে বান্দরবান সদরের ইপিআই স্টোর থেকে জেলার সাতটি উপজেলার ৩৩টি ইউনিয়নে গাড়ী করে এই করোনার টিকা পৌঁছানোর কার্যক্রম শুরু হয়।

বান্দরবান স্বাস্থ্য বিভাগ এর তথ্যমতে, বান্দরবানে ২য় পর্যায়ে সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ চলছে এবং এই পর্যন্ত ১৫ হাজার ৭২০জন ১ম ডোজ ও ১১০জন ২য় ডোজ গ্রহন করেছে।

আরো জানা যায়, ৭ আগস্ট থেকে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্র্ড ও ৭টি উপজেলার ৩৩টি ইউনিয়নে একযোগে এই করোনার টিকাদান কর্মসুচী শুরু হবে। প্রতিটি ইউনিয়নে একটি সেন্টারে ৩টি বুথের মাধ্যমে রেজিস্ট্রেশনকৃতদের এই টিকা প্রদান করা হবে।

সিভিল সার্জন জানান, বান্দরবানের যেসমস্ত দুর্গম উপজেলাগুলোতে যাতায়াত ব্যবস্থা ভালো নয় এবং দূরত্ব বেশি সেখানে ও দ্রুত সময়ে এই টিকা পৌঁছানোর কাজ চলছে এবং পৌঁছে গেলে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours