ফুলবাড়ীতে অধিকাংশ প্রতিষ্ঠান লাগায়নি ১৫ আগস্ট ড্রপডাউন ব্যানার

Estimated read time 1 min read
Ad1

ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি:::

সরকারি নির্দেশনা থাকলেও কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫ আগষ্টের ড্রপডাউন ব্যানার অধিকাংশ প্রতিষ্ঠানে ব্যবহার না করায় সচেতন মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব নাইমা আফরোজ ইমা স্বাক্ষরিত ২৭ জুলাই ২০২১ এর একটি জরুরী জানাযায়, আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে জাতীর পিতা শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগষ্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞ্যাপনের উদ্দেশ্যে সরকারী/ অন্যান্য কর্মসূচী প্রতিপালনের পাশাপাশি ১লা আগষ্ট থেকে সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্তাশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারী প্রতিষ্ঠানসমুহের ভবনে ড্রপডাউন ব্যানার লাগানোর জন্য নির্দেশনা থাকলেওউপজেলার নাম করা শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজে ৭ আগষ্ট পেরিয়ে গেলেও এখনো ১৫ আগষ্টের ড্রপডাউন ব্যানারটি লাগানো হয়নি।

শুধু ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ নয় উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নিদের্শনা থাকলেও ড্রপডাউন ব্যানার ব্যবহার করে বলে সচেতন সমাজে সমালোচনার ঝড় উঠেছে।

এছাড়াও দেখা গেছে উপজেলা সদরের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক গুলোতেও ড্রপডাউন ব্যানার লাগানো হয় নাই। যা সরকারী নির্দেশনার প্রতি এক প্রকার বৃদ্ধাঙ্গলী প্রদর্শনের শামিল।

ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ জানান, আমি ব্যানারের জন্য অর্ডার দিয়েছি। এখনেই কলেজে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি।

১লা আগষ্ট থেকে আজও (রবিবার সকাল ১০.০০ মিঃ) পর্যন্ত ব্যানার কলেজে লাগাননি কেন জানতে চাইলে তিনি এখনেই লাগিয়ে দিবেন বলে জানানিয়েছেন।

ওই প্রতিষ্ঠানের সভাপতি মাহফুজার রহমান শেখ জানালেন, ব্যানারটি লাগানোর জন্য অধ্যক্ষ সাহেবকে দ্রুত জানাচ্ছি।

ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু জানান, এই মাসটি শোকাবহ। যেখানে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

যেখানে সরকারি নিদের্শ থাকার পরেও এখনো জাতির পিতা শেখ মজিবুরসহ ১৫ আগষ্টের সকল শহীদের প্রতি শ্রোদ্ধা জানিয়ে ড্রপডাউন ব্যানার লাগানো কথা থাকলে অনেক প্রতিষ্ঠান তা লাগায়নি বলে ক্ষোভ জানিয়েছেন।

তিনি আরও জানান, যদি বঙ্গবন্ধু দেশটা স্বাধীন না করতেন,তাহলে আমরা স্বাধীন ভাবে বসবাস করতে পারতাম বা এত বড় প্রতিষ্ঠানে চাকুরীও করতে পারতাম।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল হাই জানান সরকারি নিদের্শনা মোতাবেক উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে চিঠি দিয়ে ড্রপডাউন ব্যানার লাগানোর জন্য জানানো হয়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানগুলো ড্রপডাউন ব্যানার লাগাইছে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা.আকলিমা বেগম জানান, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours