নীরব ক্যাম্পাস, সরব ক্লাব

Estimated read time 0 min read
Ad1

বিজ্ঞাপন নির্মাণ বিষয়ে কর্মশালা আয়োজন করা হয়েছে অনলাইনেবিজ্ঞাপন নির্মাণ বিষয়ে কর্মশালা আয়োজন করা হয়েছে অনলাইনেবিইউপি বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাব

হঠাৎই ছুটির কবলে পড়ে বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ হয়ে গেল, তখন থেকেই অনলাইন মাধ্যম কাজে লাগাতে শুরু করে ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাব। গত এপ্রিলে তারা ‘বিজ কোয়েস্ট’ শীর্ষক একটি অনলাইন সেমিনার আয়োজন করে। তিন দিনের এই সেমিনারে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা। শুধু বিজনেস কম্পিটিশন আর বিজনেস কেস সলভিং বিষয়ে আলোচনা ছাড়াও সেমিনারের একটি মহৎ উদ্দেশ্য ছিল। নিবন্ধন ফি থেকে সংগৃহীত ৩৫ হাজার টাকা দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের তহবিলে।

এরপর নিয়মিতভাবে বাংলালিংক, বিকাশ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মতো দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বেশ কয়েকটি দক্ষতা উন্নয়ন সেমিনারের আয়োজন করেছে ক্লাবটি। আজ ৫ জুলাই থেকে ক্লাবের আয়োজনে শুরু হচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা—‘ইন্ট্রা বিইউপি ক্রিঅ্যাডিভ’। বিইউপির বিভিন্ন বিভাগের তিন শর বেশি শিক্ষার্থীর মোট ৭৯টি দল অংশ নিচ্ছে এতে। চূড়ান্ত পর্বে বিজয়ী দলটি সরাসরি অংশ নেবে ক্রিঅ্যাডিভের জাতীয় আয়োজনে। বিইউপি বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাবই জাতীয় পর্যায়ে প্রতিযোগিতাটির আয়োজক।

বিইউপি বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের প্রেসিডেন্ট মৃত্তিকা সাদী বলেন, ‘জাতীয় পর্যায়ে ক্রিঅ্যাডিভও আমরা খুব শিগগির অনলাইনে শুরু করতে চাই। নিজেদের প্রস্তুত করার জন্যই বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছোট পরিসরে আগে প্রতিযোগিতাটির আয়োজন করেছি।’ অনলাইনে প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে নতুন অনেক কিছু শিখছেন বলে জানালেন বিইউপির এই শিক্ষার্থী। যেমন খাবার, ব্যানার, সাজসজ্জাসহ নানা খাতের খরচ একেবারেই কমে গেছে। তবে অনলাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে জুম, স্ট্রিমইয়ার্ডসহ ভিডিও সভা করার বিভিন্ন মাধ্যমের গ্রাহক ফি যোগ হচ্ছে। এটাও এক নতুন অভিজ্ঞতা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours