রৌমারীতে বিজিবি’র অভিযানে ৯ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক

Estimated read time 0 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি:::

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ লক্ষ ৭৬ হাজার টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৫জামালপুর বিজিবি এই তথ্য নিশ্চিত করে।

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন জানান, উলিপুর উপজেলার সাহেবের আলগা, রৌমারী উপজেলার গয়টাপাড়া, মোল্লারচর, হিজলামারী ও রাজিবপুর উপজেলার বালিয়ামারী বিওপি এলাকা থেকে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়।

এসময় ২ হাজার ৬২৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫৮ বোতল ভারতীয় মদ ও ৫শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৮লক্ষ ৭৬ টাকা। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।

তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours