কুড়িগ্রামে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

Estimated read time 0 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি:::

কুড়িগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র ৯১তম জন্মবার্ষিকীতে ৬৩জন দু:স্থ ও অসহায় মহিলাকে শেলাই মেশিন ও ৩০জন মহিলাকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

স্থানীয় সরকার শাখার উপপরিচালক জিলুফা সুলতানা, সদর ইউএনও নিলুফা ইয়াছমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উপপরিচালক শাহানা আক্তার, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে দু:স্থ ও অসহায় নারীর কর্মসংস্থানের লক্ষে ৬৩জন মহিলাতে ৬৩টি শেলাই মেশিন এবং ৩০ জন মহিলাকে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours