ফুলবাড়ীতে শত্রুতার জেরে বিষ প্রয়োগে খামারের মুরগী নিধনের অভিযোগ

Estimated read time 0 min read
Ad1

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:::

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া গ্রামে ব্রয়লার মুরগীর খামারে বিষ প্রয়োগ করে মুরগী নিধনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই খামারের মালিক।

উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে ওই খামারের মালিক মমিনুল হক বাদী হয়ে উপজেলার দাসিয়ারছড়া (কামালপুর) বটতলা গ্রামের বাসিন্দা মৃত সেকেন্দার আলীর ছেলে মোঃআব্দুর ছাত্তার (৫০)তার দুই ছেলে মোঃ কাশেম আলী (২৫)ও মোঃ সাদ্দাম হোসেন(২৮) এবং একই গ্রামের মৃত হাতেম আলীর ছেলে জমির উদ্দিন(৩০) সহ ৪ জনের বিরুদ্ধে রবিবার রাতে ফুলবাড়ী থানার অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মমিনুল হক প্রায় এক বছর ধরে উপজেলার দাসিয়ার ছড়া গ্রামে তার শ্বশুরের বসতবাড়ি সংলগ্ন খামার দিয়ে ব্রয়লার মুরগী পালন করে আসছেন। বর্তমানে খামারে নতুন করে ১ হাজার মুরগী পালন করছেন।

খামার দেয়ার পর থেকেই বিবাদীগন অকারণে বিবাদ সৃষ্টি করিয়া খামার সরিয়ে নিতে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিতেন।এমনি অবস্থায় তারা গত ৭ আগস্ট রাত অনুমান ১.২০ মিনিটে খামারের মুরগী নিধনের জন্য দানাদার বিষ প্রয়োগ করে।

ঐসময় খামার দেখাশুনার দায়িত্বে থাকা বড়ভিটা গ্রামের বাসিন্দা কপুর উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২৪) মুরগীকে খাবার পানি দিতে খামারে গেলে ১নং বিবাদী ছাত্তারসহ আরো ৪/৫ জনকে দৌড়ে পালাতে দেখেন। ওই রাতে ভোর ৫ টার দিকে আবারও খামারে খাবার দিতে গিয়ে দেখেন ১৫/২০ মুরগী মারা গেছে।

পরে তিনি খামার মালিক মমিনুলকে মোবাইলে ঘটনাটি জানান। সংবাদ পেয়ে মমিনুল দ্রুত খামারে এসে দেখেন বিষের প্রভাবে ২৫০/২৬০ টি মুরগী মারা গিয়ে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও খামারে বিষ প্রয়োগের ফলে আরও আনুমানিক ২লক্ষ ২০ হাজার টাকা মূল্যের মুরগী ঝুঁকিতে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours