মারা গেছে দশ ট্রাক অস্ত্র মামলার আসামী বিগ্রেডিয়ার আব্দুর রহিম

Estimated read time 1 min read
Ad1

খবর বাংলা ডেস্ক

দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামী ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম মারা গেছেন।

রোববার (১৫ আগস্ট) সকালে মারা যান তিনি।

কারাগারে করোনায় আক্রান্ত হলে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ভর্তি করা হলে পরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

কারা সূত্রে জানা গেছে, এর আগে তার করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষার পর ২৬শে জুলাই করোনা শনাক্ত হয়।তখন তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ৩১শে জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। একই দিনে তাকে ঢামেক থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তিনি মারা যান।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০শে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল -১ এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়।

এ মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদন্ডের আদেশ দেন আদালত। বর্তমানে এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours