“একেএমবি র মানবিক কর্মকান্ড প্রশংসনীয়ঃ সাইদুজ্জামান চৌধুরী (ইউএনও বাঁশখালী
নিজস্ব প্রতিবেদক
আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি)
বাঁশখালী উপজেলা সেচ্ছাসেবক ( সহকারী) জোন উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন ” কঠিন পরিস্হিতি একেএমবি যে ভাবে সারাদেশে জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন তা সত্যিই অসাধারণ।
করোনায় বয়াল থাবায় যেখানে আপনজন পাশে থাকেনা সেখানে একেএমবি সেচ্ছাসেবক জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছে। কোভিড-১৯ করোনা অতিমারি মোকাবিলায় সুদীর্ঘ ১৫ মাস যাবত দেশে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) কর্তৃক নিরবচ্ছিন্ন সেবা কার্যক্রম আঞ্জাম দিয়ে যাচ্ছে। যেমন করোনা আক্রান্ত রোগীদের টেলি মেডিসিন চিকিৎসা সেবা, অক্সিজেন সেবা, রোগী পরিবহনে এম্বুলেন্স সেবাসহ মৃতদের গোসল, কাফন, জানাযা, দাফন, সৎকার ইত্যাদি। এমনিতর কঠিন পরিস্থিতিতে আমি এ সংস্থার কর্ণধার তথা এটির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা। পাশাপাশি এ সংস্থার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ যেন তাঁদের এ হেদমত সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে এবং তাঁদের সকলকে সুস্থ ও নিরাপদ রাখেন এ প্রত্যাশা, আমার পক্ষ থেকে একেএমবি র জন্য সার্বিক সহযোগিতার সব সময় অব্যাহত থাকবে”
এসময় উপস্থিত ছিলেন একেএমবি বোর্ড অব ট্রাস্টির সচিব ভারপ্রাপ্ত স ম হামেদ হোসাইন, একেএমবি মাষ্টার টীম এবং বাঁশখালী উপজেলার একেএমবি প্রতিনিধিবৃন্দ ।
+ There are no comments
Add yours