বাইশারীতে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন ত্রান বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

Estimated read time 1 min read
Ad1

মোঃ মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি >>

বান্দরবানের নাইক্ষংছড়িতে বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন শেষে ৭৬০ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

উপজেলা পরিষদ চেয়ানম্যান অধ্যাপক মো:শফিউল্লাহ ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস।

সোমবার দুপুরে তারা এ সব বিতরণ করেন ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে। এর আগে উপজেলার এ দুুু’কর্ণধার পরিষদে পৌছালে চেয়ারম্যান মোঃ আলম কোম্পানিসহ সদস্যরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুস সাত্তার, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ বিদু, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমুখ।

দুপুর দেড়টায় পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১ শত দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা ছাড়াও আরো ৬৬০টি পরিবারকে মাসিক ভিজিডির চাল বিতরণ করেন তারা ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ অধ্যাপক শফিউল্লাহ বলেন, বর্তমান সরকার সব সময় অসহায় দুঃস্থ মানুষের পাশে রয়েছে ।

রবিবার (১৫ আগস্ট) কালরাতে বঙ্গবন্ধু সহ পরিবারের শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্বা, দোয়া ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি উপস্থিত সকলের নিকট বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন।

অপরদিকে বিকাল ৩টায় অতিথিরা বাইশারী ইউনিয়নের সত্যসমাপ্ত রাবার ড্যাম প্রকল্পের ভেংগে যাওয়া বেড়িবাঁধ ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট পরিদর্শন করেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours