১ জুলাই বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য পদে যোগ দিয়েছেন মোহাম্মদ ফৈয়াজ খান। চার দশকের বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক কাজে যুক্ত আছেন তিনি। এর আগে বিইউবিটির প্রকৌশল ও ফলিত বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত ডিন ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগে শিক্ষকতা করেছেন তিনি।
খুব চ্যালেঞ্জিং একটা সময়ে বড় দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ফৈয়াজ খান। তিনি বললেন, ‘অনলাইনে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু আছে, পরীক্ষাও হচ্ছে। কিন্তু ইন্টারনেটের সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা নানা সমস্যায় পড়ছে। বিশ্ববিদ্যালয়ের একটা বড়সংখ্যক শিক্ষার্থী ঢাকার বাইরে থাকে। অনেকে করোনা পরিস্থিতির কারণে আর্থিক সংকটেও পড়েছে। এসব মাথায় রেখেই কীভাবে আমরা শিক্ষার্থীদের সহায়তা করতে পারি, সঠিকভাবে পাঠদান করতে পারি, সেটিই আমাদের কার্যক্রমে অগ্রাধিকার পাবে।’ আগামী সেমিস্টারেও হয়তো অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। সে কথা মাথায় রেখে পরিকল্পনা করছেন বলে জানালেন বিইউবিটির উপাচার্য।
+ There are no comments
Add yours