ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবি ও চােরাকারবারিদের মধ্যে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ এবং গুলি ছােড়ার ঘটনা ঘটেছে। ২৫ আগস্ট বুধবার মধ্য রাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯ এর উপজেলার শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম সীমান্তে এই ঘটনা ঘটে। এ সময় চােরাকারবারিদের লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছোড়ে বিজিবি সদস্যরা।
জামালপুর-৩৫ বিজিবির দাঁতভাঙ্গা কােম্পানি কমান্ডার জয়েন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে শৌলমারী ইউনিয়নের চরেরগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯এর কাছে বাঁশের তৈরি আরকি দিয়ে গরু পারাপারের চেষ্টা করছিল একদল চােরাকারবারি। এ সময় টের পেয়ে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের ৬সদস্যের একটি টহল দল চােরাকারবারিদের কাজে বাঁধা দেয়। সেখানে প্রায় ৫০জনের একটি চােরাকারবারি চক্র বিজিবি জােয়ানদের চারদিকে থেকে ঘিরে ফেলে আক্রমণ করে। পর আত্মরক্ষার্থ চােরাকারবারিদের লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছােড়েন বিজিবি সদস্যরা।
জামালপুর-৩৫ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল মুনতাসীর মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চোরাকারবারিদের হামলার শিকার হয়ে বিজিবি’র ২সদস্য আহত হয়েছে। চোরাকারবারিদের আটক করা যায়নি। তবে এই ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্তাছের বিল্লাহ বলেন, সীমান্তে গুলির ঘটনার বিষয়টি শুনেছি।এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।
+ There are no comments
Add yours