নিজস্ব প্রতিবেদক:
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে ৭দিন ব্যাপী নানান কর্মসূচি হাতে নিয়েছে লামা মৎস্য অধিদপ্তর। সপ্তাহ ব্যাপী কর্মসূচি অবহিতকরণ ও প্রচারে শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন লামা উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন। এ সময় উপ সহকারী মৎস্য কর্মকর্তা বাবুল আব্দুল গফুর, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এমন প্রতিপাদ্যে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে সফল মৎস্য চাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলবে।
+ There are no comments
Add yours