মোঃ সারোয়ার, কর্ণফুলী:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ফকিরনীর হাট থেকে জুলধা পাইপের গোড়া যাওয়ার সংযোগ সড়ক, আর পাইপের গোড়া বাজার থেকে দক্ষিণ ডাঙ্গারচর পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা।
যত্রতত্র খানাখন্দ আর বড়বড় গর্তের কারণে রাস্তাটি অনেকের কাছে এখন বিষ ফোঁড়া। এসব গর্তের কারনে ছোট ছোট যানবাহনগুলো চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন জায়গায় উঠে গিয়েছে কার্পেটিং।
এদিকে রাস্তার এমন দশায় সাধারণ মানুষের ক্ষোভের শেষ নেই। রাস্তার এই বেহাল দশার জন্য তারা বরাবরই জুলধা ডাঙ্গারচরে অবস্থিত বিভিন্ন শিল্প কারখানার হেভিওয়েট গাড়িগুলোকে দায়ী করে আসছে।
এবিষয়ে কয়েকজন পথচারী খবর বাংলাকে জানায়, শিল্প কারখানার হেভিওয়েট গাড়িগুলো অপেক্ষা সড়কটি অনেক ছোট।আর এই সড়কে যে কার্পেটিং করা হয়েছে তা হেভিওয়েট গাড়িগুলোর জন্য অতি নগন্য। যার কারনে প্রতিদিন হেভিওয়েট গাড়িগুলো রাস্তাকে তুলোধুনো করছে।
এলাকাবাসীর দাবি অতিসত্বর রাস্তাটি প্রশস্তকরণসহ যেন টেকসই কার্পেটিং করা হয়।
+ There are no comments
Add yours