আকাশ মারমা মংসিং | বান্দরবানঃ
“মুজিব বর্ষে অঙ্গিকার করি, সোনার বাংলা সবুজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান বন বিভাগ আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষ্যে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ৬২ হাজার ৫শত টি বিলুপ্তি প্রজাতীর চারা বিতরন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৯ আগষ্ট সকালে বালাঘাটা নার্সারিতে বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু গড়ে ওঠা সোনার বাংলাকে সবুজ শ্যমল রুপে পরিণত করতে হবে। আমাদের চারিপাশে মাঠে ঘাটে সবুজ শ্যমলে ফুটিয়ে তুলতে হবে। গাছ যতদিন রইবে ততদিন মানবজীবন অক্সিজেন পাবে। সেই গাছ লাগিয়ে যথাযথ ভাবে রক্ষনাবেক্ষন করতে হবে।লাগানো গাছটি যাতে ভবিৎষতে ফুলে ফলে পরিপুর্ণ লাভ করতে পারে। বক্তারা আরো বলেন, বান্দরবানকে আরো সৌন্দর্যে ফুটিয়ে তুলতে বিভিন্ন রেকমারি প্রজাতীর গাছ লাগানো কর্মসুচী হাতে নিয়েছে।সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বৃদ্ধি লক্ষ্যে চারা বিতরণে এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা সভাপতিত্বে বান্দরবান প্রেস ক্লাবে সভাপতি মনিরুল ইসলাম মনুসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রিন্ট মিডিয়ার ইলেক্ট্রনিক্স গনমাধ্যমকর্মী গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours