বিপুল মিয়া, ফুলবাড়ী ( কুড়িগ্রাম)প্রতিনিধি >>
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চর বড়লই বাংলাবাজারএলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।আর হারানো এই খেলা দেখতে দর্শকদের ছিলো উপচে পড়া ভিড়।
এদিকে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দুরে রাখতে এই খেলার আয়োজন করছেন স্পোর্টস কমিউনিটি, ফুলবাড়ী।
এক সময় গ্রামীণ জনপদের হা-ডু-ডু, দাড়িয়াবান্ধা, মোরগের লড়াই, গোল্লাছুট এর মতো খেলাগুলো ছিলো গ্রাম বাংলার বিনোদন ও আনন্দ উৎসবের।
এই হারিয়ে যাওয়া খেলাগুলোকে আবারও ফিরিয়ে আনতে ফুলবাড়ী ”স্পোর্টস কমিউনিটির”আয়োজনে মঙ্গলবার (৩১ আগষ্ট) বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা।
খেলায় অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা হাডুডু দল বনাম কুড়িগ্রাম সদর হাডুডু দল। গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় জমায় ছোট থেকে বৃদ্ধরা।
খেলায় ফুলবাড়ী উপজেলা হাডুডু দলকে হারিয়ে কুড়িগ্রাম সদর হাডুডু দল জয় লাভ করেন।
+ There are no comments
Add yours