মার্কিন মুলুকে সংসার পাতার পর ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া যেন আরও ঝলমলিয়ে উঠছেন। বলিউড, হলিউড থেকে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এখন আমাজন প্রাইমে। এই ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে প্রিয়াঙ্কা সম্প্রতি একটি ‘মাল্টিমিলিয়ন’ ডলারের বৈশ্বিক চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়াকে এবার দেখা যাবে আমাজন প্রাইমের বেশ কয়েকটি সিনেমা আর ওয়েব সিরিজে।
৩৭ বছর বয়সী এই তারকা ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি শক্তিশালী নারীকেন্দ্রিক গল্পের দিকে তাকিয়ে আছি। আমাজনের সঙ্গে আমার চুক্তিটা বৈশ্বিক। এই প্ল্যাটফর্ম বিশ্বের সব মানুষের জন্য পৃথিবীর যেকোনো প্রান্তের গল্প বলে। বিশ্বনাগরিক হিসেবে আমিও তাই চাই। আমি হিন্দি ভাষা জানি, ইংরেজিও জানি। যেকোনো ভাষার, যেকোনো স্থানের গল্পে আমি মানানসই। তাই আমি প্রস্তুত।’
এই খুশির খবর ইনস্টাগ্রামের ভক্তদের সঙ্গেও শেয়ার করতে ভোলেননি একটি জাতীয় পুরস্কার ও পাঁচটি ফিল্মফেয়ার–জয়ী এই বিশ্বসুন্দরী। ভ্যারাইটির খবর শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ! আমরা এটা ঘটিয়েছি। আমি সম্মানিত আর গর্বিত। অত্যন্ত খুশির সঙ্গে আমার ভক্তদের সঙ্গে খবরটি ভাগ করে নিতে চাই। আমাজন একটা চমৎকার বৈশ্বিক প্ল্যাটফর্ম। তারা কাঁটাতার ছাড়িয়ে মেধাবীদের যুক্ত করে, ভৌগোলিক সীমা ছাড়িয়ে চমৎকার বৈচিত্র্যময় আর শক্তিশালী সব গল্প সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তারা জানে, ভালো কাজের কোনো সীমানা হয় না।’
+ There are no comments
Add yours