আকাশ মারমা মংসিং বান্দরবানঃ
কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন রক্ষার্থে অবিলম্বে সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সরকার দেশের সকল ধরনের যানবাহন, পরিবহন, কল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও পর্যটন কেন্দ্র খুলে দিতে পারলে কেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবেনা।
বক্তারা আরো বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলে মেয়েরা এখন অন্য দিকে অগ্রসর হচ্ছে। পড়ালেখা তাদের জীবন থেকে হারিয়ে গেছে বলে মনে করেন অবিভাবকরা। দেশে সব কিছু খুলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান কেন খোলা হবে না সেই প্রশ্ন তুলেন। শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত না খুললে আরো কঠোর আন্দোলনে হুশিয়ারি দেন মানববব্ধন কারীরা।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আবুল হাসান (রুমি), সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ কবির, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি মাওলানা মুবাশ্বির বিন আজহার, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ নুরুল আলম সহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, গেল বছরে ২৬ মার্চে মহামারি করোনা ভাইরাসে কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও যানবাহন সহ বন্ধ করে দেয় সরকার।
+ There are no comments
Add yours