কাবুলে গুলিতে ১৭ জন নিহত 

কাবুলে বন্দুক হাতে বসে আছে এক তালেবান সদস্য
। ছবি- রয়টার্স
Ad1

আন্তর্জাতিক ডেস্ক : কাবুলে বন্দুকের গুলিতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন বলে শনিবার একটি সংবাদ সংস্থার বরাতে জানা গেছে।

তালেবান সূত্রের খবর অনুযায়ী তাদের যোদ্ধারা আফগানিস্তানের সর্বশেষ প্রদেশ পঞ্জশির নিয়ন্ত্রণ নিয়েছে।

তালেবান বিরোধী নেতারা অস্বীকার করেছেন যে প্রদেশটি পতিত হয়েছে।

সংবাদ সংস্থা শামশাদ জানিয়েছে, শুক্রবার কাবুলে “বিমান হামলায়” ১৭ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছে।

প্রাদেশিক রাজধানী জালালাবাদের একটি হাসপাতালের মুখপাত্র গুলজাদা সাংগার বলেন, রাজধানীর পূর্বে নানগারহার প্রদেশে গুলিতে কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটারে এক বার্তায় বলেন, “বাতাসে গুলি করা এড়িয়ে চলুন এবং এর পরিবর্তে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন।” গুলি বেসামরিক লোকদের ক্ষতি করতে পারে, তাই অপ্রয়োজনে গুলি করবেন না।”

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours