মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি >>
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে চোলাই মদ সহ ২ মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ।
সোমবার (৬সেপ্টেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ২শ লিটার চোলাইমদ নিয়ে এক নারী মাদক সম্রাটসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন: নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী এলাকার মৃত অংকি মোহনের মেয়ে শর্মি বড়ুয়া (৩১) ও একই এলাকার মমপুচিং তংচংগ্যা পুত্র পুমংল তংচংগ্যা (৩৩)।
উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানা গেছে। এবিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন বলেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসী, মাদকের গডফাদারদের আতংকের নাম ওসি আলমগীর তিনি সফলতার সহিত মাদক বিরোধী অভিযানে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে আসছেন।যার কারনে বান্দরবান জেলায় শ্রেষ্ট ওসি হিসাবে ৭ম বার সম্মাননা অর্জন করেছেন তিনি।
+ There are no comments
Add yours