নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বৈদ্যছড়ায় কুমির ছড়ায় অবৈধ ইটভাটা করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মোবাইল কোর্টে এ জরিমানা আদায় করেন ইটভাটার মালিক নুরুল ইসলাম নুরু মেম্বারকে উপজেলা নিবার্হী অফিসার।
এ ইটভাটার জমির মালিক আশরাফ মিয়া জানান,
তার নিজের ৫ কানি জমির উপর ইটভাটা করতে হলদিয়ার পালং এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুরু মেম্বার ভাড়া নেন।
এটি বৈধ কি না অবৈধ তিনি জানেন না। তবে শুরুতেই অবৈদ ইটভাটা প্রস্তুত করার কারণে প্রশাসন জরিমানা করলেন।
অপর দিকে জরিমানা আদায়কারী নুরু মেম্বারের ছোটভাই শামশুল আলম জানান,তিনি মোবাইল কোর্টের নির্দেশ মোতাবেক ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন।
+ There are no comments
Add yours