ঝালকাঠিতে লক্ষ্যমাত্রার চেয়ে এবছর আউশ আবাদ কম

Estimated read time 0 min read
Ad1

আমির হোসেন, ঝালকাঠিঃ

ঝালকাঠি জেলায় এবছর লক্ষ্যমাত্রার চেয়ে ১২শ ৫০ হেক্টরে আউশ আবাদ কম হয়েছে। আউশ আবাদ শুরু হওয়ার পর থেকে খড়ার কারণে আউশের বীজতলা পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং রোপনের পর দুটি প্রাকৃতিক দূর্যোগের মোকাবেলা করতে হয়েছে।

একারণে আউশ আবাদ ব্যহত হয়েছে দাবী করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে, বৈরি পরিস্থিতির মধ্যেও আউশ আবাদ থেকেও ৩২ হাজার ৯শ ৬৬ মে.টন চাল উৎপাদন হয়েছে। উৎপাদন গড় স্থানীয় জাত থেকে ১.৬ মে.টন ও উচ্চ ফলনশীল জাত থেকে ২.৭ মে.টন।

ঝালকাঠি জেলার ১৪ হাজার ৪৯০ হেক্টরে আউশ আবাদ লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে উচ্চ ফলনশীল জাত ১৩ হাজার ৪শ হেক্টর ও স্থানয়ী ১ হাজার ৪৫০ হেক্টর। এর মধ্যে ১২ হাজার ৫২৯ হেক্টরে উচ্চফলনশীল ও ১৪৭১১ হেক্টরে স্থানীয় জাতের আবাদ হয়েছে।

জেলার ভিতরে সর্বাধিক আবাদ হয়েছে কাঁঠালিয়া উপজেলা ৪৮২০ হেক্টরে। অন্য ৩টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ১৩৭০ হেক্টরে রাজাপুর উপজেলায় ১২৮০ হেক্টরে এবং নলছিটি উপজেলায় ৪২২ হেক্টরে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours