মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি >>
ভাসানচর থেকে পালিয়ে আসা পুরুষ,নারী ও শিশু সহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা।সীতাকুণ্ডের সলিমপুর ফৌজদারহাট উপকূলীয় এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
আটকৃতদের মধ্যে ৮ জন পুরুষ ৪ জন নারী ও ৭ জন শিশু ছিল।আটকৃত রোহিঙ্গাদের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে ফাঁড়ির সদস্যরা।পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
এই বিষয়ে সলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ বলেন, আজ বুধবার সকাল ১১ টার দিকে অজ্ঞাত কিছু লোকজন বোটে করে আসতে দেখে তাদের সন্দেহ হয় স্থানীয়দের।
মেম্বার বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নোয়াখালী ভাসানচর আশ্রয়ন প্রকল্প থেকে নৌকাযোগে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য এসেছে বলে তারা জানায়।
তিনি আরো বলেন,এই বিষয়ে সীতাকুণ্ড ইউএনও ও সীতাকুণ্ড থানাকে অবহিত করি। এবং প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন বলে তিনি জানান।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, সলিমপুর চেয়ারম্যান ফোনে জানান,ওই এলাকায় একদল রোহিঙ্গা আটক করা হয়েছে।
তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
+ There are no comments
Add yours