
মুজিবুল্লাহ আহাদ | রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বেতাগী ইউনিয়নের পশ্চিম বেতাগী এলাকায় ছাগলের বাজারে মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম আবু আহমেদ (৪৫)। তিনি বেতাগী ১ নম্বর ওয়ার্ড পেয়াদাপাড়া এলাকার আহাম্মদ মিয়ার ছেলে।তিনি স্থানীয় রামগতির হাট এলাকায় একটি মাইকের দোকান করতেন।
স্থানীয়রা জানান, প্রতিবছরের ন্যায় পশ্চিম বেতাগী এলাকার হিন্দুপাড়ায় ছাগল বাজারের আয়োজন করে স্থানীয়রা। বাজার পরিচালনার জন্য আয়োজকরা আবু আহমেদের মাইক ভাড়া করেন। মঙ্গলবার সকালে মাইক লাগাতে যান তিনি। বাঁশের মাথায় মাইক লাগিয়ে তা একটি গাছের সাথে লাগানোর চেষ্টা করছিলেন তিনি। এসময় অসাবধানতা বশত গাছের উপরে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে বাঁশটি লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
+ There are no comments
Add yours