ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“হাতে আমার কাজ নাই, পেটে আমার ভাত নাই, কাজ চাই, ভাত চাই, বাঁচার মত বাঁচতে চাই” এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সাত দফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে ক্ষেতমজুর সমিতি উলিপুর শাখার আয়োজনে পৌর শহরের গবা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সিপিবি উলিপুর শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, জেলা ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম রাজু, উপজেলা কমিটির সভাপতি কমরেড দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিশ্বজিত সিংহ বাপ্পা, সদস্য হামিদুর রহমান বাবু ও সোলায়মান আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষেত মজুরদের সারা বছর কাজ ও মজুরী নিশ্চিত করতে ১শ দিনের কর্মসৃজন কর্মসূচী চালু করতে হবে। ক্ষেত মজুরসহ গ্রামীণ শ্রমিকদের জন্য পল্লী রেশন ব্যবস্থা চালু, সারাবছর প্রত্যেক উপজেলা ও ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্র চালুসহ প্রয়োজনীয় পণ্যদ্রব্য সরবরাহ ও বিক্রয় নিশ্চিত করতে হবে। এছাড়া উপজেলার ৮ ইউনিয়নের নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মানসহ বন্যাকালীন সময়ে আশ্রয়নের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সাত দফা দাবী আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।
+ There are no comments
Add yours