বিপুল মিয়া,ফুলবাড়ী(কুড়িগ্রাম ) প্রতিনিধি:
কুড়িগ্রামে ফুলবাড়িতে গত দুই দিনের টানা বৃষ্টিপাতে-জনদূর্ভোগ চরমে উঠেছে। ফলে সাধারণ মানুষের মাঝে চরম ভোগান্তি নেমে আসে। সব চেয়ে বেশি দুর্ভোগ খেটে খাওয়া মানুষদের। আকাশে কালো মেঘ, ভারীবৃষ্টি সাথে আকাশের ভয়ানক বজ্রপাতের ভয়ে কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না। টানা বৃষ্টিপাতের কারণে অনেকেই কাজে যেতে না পাড়ায় কেউ বাড়ীতে অলস সময় কাটাচ্ছেন। এ জেলা জুড়ে গত কয়েকদিন ধরে মৌসুমী বায়ুর প্রভাবে আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি দেখা দিয়েছে। থেমে থেমে কখনো রোদ , কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় প্রান্তিক কৃষক-কৃষানিরা চরম ভোগান্তিতেই পড়েছেন। এদিকে ভারীবৃষ্টিপাত হলেই জেলার ফুলবাড়ী উপজেলা পরিষদসহ সদরের বিভিন্ন সড়কে হাঁটু পানিতে পরিনিত ভ্যান-চালক,অটো-চালক,জনসাধারণসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরাও চরম দূর্ভোগে পড়েছে।
শুক্রবার সকাল ৮ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উত্তরের জেলা কুড়িগ্রামে বিভিন্ন উপজেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে।
ফুলবাড়ী উপজেলার কুরুষাফেরুষা গ্রামের ভ্যান-চালব বাবুল চন্দ্র রায় ও অটো-চালক গোলজার হোসেন জানান, বৃষ্টির কারণে গত দুই দিন ধরে কোন ভাড়া পাচ্ছি না। তারা দুজনেই কেউ অটো-গ্যারেজে,কেউ আবার ভ্যান গ্যারেজে বসে দিন পার করতে দেখা গেছে।
কুড়িগ্রাম জেলার রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগাড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র মৌসুমী বায়ুর প্রভাবে কখনো রোদ, আবার কখনো হালকা ও মাঝারীসহ ভারীবৃষ্টিপাতের দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলায় ৭৮ পয়েন্ট ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এজেলায় আগামী দুই তিনদিন মৌসুমী বায়ুর প্রভাবে হালকা ও মাঝারিসহ ভারীবৃষ্টি সম্ভাবনাও রয়েছে।
+ There are no comments
Add yours