চিলমারীতে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে প্রচার – প্রচারণা মধ্য রাত থেকে শেষ

Estimated read time 1 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ নির্বাচনের প্রচার – প্রচারনা শনিবার রাত ১২টা  থেকে শেষ হয়েছে। শেষ মুহুর্তে ভোটারদের কাছে প্রাথীরা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতির দিচ্ছেন।

 শনিবার  মধ্যরাতে শেষ হচ্ছে। বিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগেই শেষ হবে সব ধরণের প্রচার প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতির মধ্যে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

আগামী সোমবার ২০ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারী  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শুন্য পদে উপ নির্বাচন একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই দিন নির্বাচনী এলাকায়রসাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

৪ জন প্রার্থীদের মধ্যে জাহিদ আনোয়ার পলাশ প্রতিদ্বন্দীতা করছেন নলকুপ প্রতীকে, সোহেল রানা সাদ্দাম মাইক মার্কা, নুরুজ্জামান আজাদ জামান চশমা ও মো. আব্দুল মোনায়েম তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৪৭হাজার ৯০২ জন পুরুষ, ৫০ হাজার ৭২৩ জন মহিলা ভোটার ৪৫ টি ভোট কেন্দ্রের ২৬৬টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রদান করবেন।

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারী চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ভাইস চেয়ারম্যানের আসনটি শুন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল মোতাবেক ভোট গ্রহণ করার কথা ছিল গত ১১এপ্রিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ভোট স্থগিত করা হয়।

এব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব বলেন, ২০ সেপ্টেম্বর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ রবিবার সকল ভোট কেন্দ্র নির্বাচন সামগ্রী পৌছে যাবে। আশা করি শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours