নলছিটিতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Estimated read time 1 min read
Ad1

আমির হোসেন, ঝালকাঠিঃ অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও স্বাস্থ্য সম্মত খাদ্যাভাস নিশ্চিতে করনীয় শীর্ষক সেমিনার শনিবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ১০টায় নলছিটি চায়না মাঠ সড়ক ফিরোজা আমু স্মৃতি সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সেন্টার ফর ল এন্ড পলিসি এর সহযোগীতায় ও নলছিটি মডেল সোসাইটি (এনএমএস) এর বাস্তবায়নে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নলছিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও এনএমএস এর চেয়ারম্যান আঃকুদ্দুস তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন এনএমএসএর নির্বাহী পরিচালক মোঃখলিলুর রহমান মৃধা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সাধারন সম্পাদক প্রভাষক মোঃআমির হোসেন। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে করনীয় বিষয় উম্মূক্ত আলোচনায় অংশ নেন নলছিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহমুদ আলম জোমাদ্দার,এডাব এর ঝালকাঠি জেলা সম্পাদক মোঃ  হোসাইন আহম্মেদ কামাল, মিতুসেতু চ্যারিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃনুরুজ্জামান আকন,প্রবাহ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আলআমিন,নলছিটি পৌরসভার সাবেক সংরক্ষিত আসনের কাউন্সিলর রুবিনা নাসরিন ও সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম পলাশ প্রমুখ।

বক্তারা বলেন,অসংক্রামক রোগের কারন, ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক,ক্যান্সার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি অস্বাস্থ্যকর জীবনযাত্রা, অস্বাস্থকর খাদ্য গ্রহনের অভ্যাস, তাজা শাক-সবজি, ফল-মূল কম খাওয়া, মাদক সেবন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের বাবহার, পরিবেশ দূষন, শরীর চর্চা,ব্যয়াম, ও শারিরীক পরিশ্রম না করা অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম কারন। নাগরিকদের সুস্থ্য রাখতে এবং অসংক্রামক রোগ কমিয়ে আনতে শিক্ষা,স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভাগে লেটার ক্যাম্পেইনের জন্য সুপারিশমালা তৈরী করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours