
সুলতান মাহমুদ সালাহউদ্দিন | স্পেশাল করেসপন্ডেন্ট
সাবেক ফারমার্স ব্যাংক যেটি বর্তমানে পদ্মা ব্যাংক নামে পরিচিত এর ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি আদালত।
প্রায় ৪ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের এ মামলায় মিস্টার সিনহাসহ ওই ১১ ব্যক্তিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌশলী আবু আব্দুল্লাহ।
সরকারের সঙ্গে প্রচণ্ড মতবিরোধের জের ধরে দেশ ছেড়ে বিদেশে গিয়ে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন সাবেক এই প্রধান বিচারপতি।
প্রথমদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও বর্তমানে কানাডাতে অবস্থান করছে।
গত বছর ৯ই ডিসেম্বর বিচারপতি সিনহাসহ এগার জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছিলো দুদক। আর চলতি বছরের ১১ই জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো আদালত।
+ There are no comments
Add yours