মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি >>
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে কাগজ পত্র বিহীন টমটম, অটোরিকশা ও মটর সাইকেল চালানোর দায়ে অর্থদন্ড সহ জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাগজ পত্র সঠিক না থাকা ও অল্প বয়সে গাড়ি চালানোর দায়ে ৭ টি টমটম ও ২ টি মটর সাইকেল চালককে ৫০০ টাকা করে সর্বমোট ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয় ।
অভিযান চলা কালীন উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস সাংবাদিকদের বলেন, এই অভিযান ছিল মূলত সকলকে সতর্ক করা।
আগামীতে সকলে যেন কাগজ পত্র নিয়ে গাড়ি চালায় এবং অপ্রাপ্ত বয়স্ক শিশুরা যেন গাড়ি না চালায় এবিষয়ে সতর্ক করা।অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের লোকজন।
+ There are no comments
Add yours