ইউনুস আলী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ-এই প্রতিপাদ্যক সামনে রেখে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার স্বাস্থ্য অধিকার ফােরাম এবং উপজেলা যুব ফােরামের আনুষ্ঠানিকভাবে গঠন এবং অবহিতকরণ সভা ২২ সেপ্টম্বর সকাল সাড়ে ১০টায় উলিপুর বণিক সমিতি অফিসে হেলথ ওয়াচ-এর সহযাগিতায় সলিডারিটি ও জেলা স্বাস্থ্য অধিকার ফােরাম এর আয়াজনে উলিপুর উপজলায় স্বাস্য অধিকার ফোরাম এবং উপজলা যুব ফারামর আনুষ্ঠানিকভাব গঠন এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য অধিকার ফােরামের সদস্য এ্যাডভােকেট মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলিপুর বনিক সমিতির সভাপতি সমেন্দ্র প্রসাদ পান্ডে গবা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ হাড়ি।
এসময় বক্তব্য রাখেন জেলার স্বাস্থ্য অধিকার ফােরাম এর সহ-সভাপতি এবং উপজলা ফােরামের সদস্য স্বপন সরকার ভক্ত।
বিএইচ ডাব্লিউ সচিবালয়ের প্রােগ্রাম অফিসার, রাজেশ অধিকারী সকলকে জেলা স্বাস্থ্য অধিকার ফােরাম গঠন প্রক্রিয়ায় বাংলাদেশ সংবিধানের আলাকে সমতা ও ন্যায্যতা, জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন বিষয় গুরুত্বারাপ করেন।
তিনি বলেন, বিএইচ ডাব্লিউ কর্মসূচির অধীনে কুড়িগ্রাম জেলায় স্বাস্থ্যসবার মানউন্নয়ের জন্য সামাজিক আন্দোলনভিত্তিক সুশীল সমাজের সমম্বয় ‘উপজেলা স্বাস্থ্য অধিকার ফােরাম’ গঠিত হয়ছ। এই কার্যক্রম সলিডারিটি হাস্ট সংগঠন হিসাবে সাচিবিক দায়িত্ব পালন করবে।
বিএইচডাব্লিউ কর্মসূচিটি বশ্বিক একটি সামাজিক আন্দোলন গ্লাবল হেল্থ ওয়াচ-এর কাট্রি চাপ্টার হিসাবে কাজ করছে। এই কর্মসূচির অধীনে রংপুর বিভাগ হত কুড়িগ্রাম জেলায়, উলিপুর উপজলা এবং হাতিয়া ইউনিয়ন পাইলট কর্মসূচি পরিচালনা করা হবে। তিনি বলেন, এই কাজটি সলিডারিটির নয়, এটি কুড়িগ্রাম জেলার নাগরিক সমাজর।
স্বাস্থ্য খাতকে উনয়ন করার জন্য নতুন কর একটি ভাবনা উপলব্ধি করা। এতে জনগণের নিরাপদ জীবন-যাপন ও সমানাধিকার বজায় থাকবে। তিনি সংবিধানর ২৮ এর ১,২,৩,৪ ধারার সমতা ও ন্যায্যতার উপর পর্যালাচনা করন।
পরিশেষে, প্রধান অতিথি তার বক্তব্য বলন স্থানীয় পর্যায় স্বাস্থ্য অধিকার, স্বাস্থ্য সেবার মানউনয়ন জনসচতনতা, স্বছতা, জবাবদিহিতা বদ্ধি এবং সকল পর্যায় জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্য সেবায় টকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টি করতে জেলা স্বাস্থ্য অধিকার ফােরাম অনন্য ভূমিকা রাখবে।
+ There are no comments
Add yours