উলিপুরে রাষ্ট্রীয় মার্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম

Estimated read time 1 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি >>

কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)।

শনিবার ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।স্ত্রী,এক কন্যা ও এক ছেলে আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার দুপুরে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজির মসজিদ মাঠে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে কাজির মসজিদ কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাজা নামাজে অংশ গ্রহন করেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর এমএসএম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ।

এছাড়াও জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন দলের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours