
মুজিবুল্লাহ আহাদ
রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া কাপ্তাই সডকের শান্তিরহাট ওয়াসা গেইট কেন্দ্রিক ১৩ আগষ্ট বৃহস্পতিবার রাত ৯ টা দিকে টমটমের সাথে সিএনজি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম রাস্তারমাথা থেকে রাঙ্গুনিয়া গামী যাত্রীবাহী সিএনজি ট্যাক্সিটি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ট্যাক্সির যাত্রি সাজ্জাদ ও বৃদ্ধ হাবিবুর রহমান এবং টমটমে থাকা বৃদ্ধ আজাদ গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা এলাকার কোরবান আলীর ছেলে মো. সাজ্জাদ (২৪) রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী এলাকার সাজ্জাদ আলীর ছেলে হাবিবুর রহমান (৬০) এবং রাউজানের নোয়াপাড়া এলাকার কালুমিয়ার ছেলে মো.আজাদ (৬০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত কর্মকর্তা জানায়, আহতদের হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
+ There are no comments
Add yours