বান্দরবানে পালিত হল বিশ্ব পর্যটন দিবস

Estimated read time 1 min read
Ad1

আকাশ মারমা মংসিং, বান্দরবানঃ

নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস।

২৭ সেপ্টেম্বর সোমবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সামনে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস এর উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

অনুষ্ঠান শুরুতেই পর্যটকবাহী কয়েকটি গাড়ি ফুল দিয়ে সজ্জিত করার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন নারী ও পুরুষরা। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০ জন মাউন্টেন বাইক রাইডার দুর্গম পাহাড়ি পথ বান্দরবান থেকে রুমা, থানচি ও আলীকদম উপজেলায় হয়ে ১৬০ কিলোমিটার পথ সাইকেলে ৪দিনব্যাপী পাহাড়ি পথে ভ্রমণ শুরু করেন।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদে সদস্য সিংইয়ং ম্রো সভাপতিত্বে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুস ফরাজী, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশসহ পর্যটনসহ গণমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আলোচনা সভা আয়োজন করেন আয়োজকরা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours