নলছিটিতে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল

Estimated read time 0 min read
Ad1

আমির হোসেন, ঝালকাঠি:

ঝালাঠির নলছিটিতে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছটি শাখার ব্যানারে সোমবার বিকেল ৪ টায় নলছিটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছল করেছে নলছিটির হিন্দু সম্প্রদায়ের নেতা কর্মীরা।

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হ্যাক করে মহানবী হযরত মুহাম্মদ কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ভোলা জেলা শাখার পূজা উদযাপন পরিষদে সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেকে (৫০) আটক করেছে পুলিশ। তার নিঃস্বার্থ মুক্তির দাবীতে দেশজুড়ে একযোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি জনারধন দাস, সম্পাদক তপন কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সভাপতি প্রান্তিক দাস পুটু, সম্পাদক শুভাশীষ দত্ত প্রদ্যুৎ, বিক্ষোভ মিছিলে বক্তারা অবিলম্বে গৌরাঙ্গ চন্দ্র দেকে নিঃস্বার্থ মুক্তি ও সঠিক তদন্তের দাবী জানান।

এসময়ে আরো উপস্থিত ছিলেন। সাবেক প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, কৃষ্ণলাল চক্রবর্তী, কমল নন্দী, অরবিন্দ পোদ্দার তপু প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours