নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

Estimated read time 1 min read
Ad1

মো. সাদিক-উর রহমান শাহ্ (স্কলার) রংপুর ব্যুরোঃ

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ: -২২০) মাইক্রোবাস, জীপ, কার, পিকআপ উপ-কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে যাত্রী পরিবহন সংক্রান্ত আলোচনা সভার সিদ্ধান্ত না মেনে সরকারি-বেসরকারি এয়ারলাইন্সের নিজস্ব গাড়ীতে যাত্রী পরিবহনের প্রতিবাদে ওই সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কের মাইক্রোবাস, জীপ, কার ,পিকআপ উপকমিটির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও মাইক্রোবাস, জীপ, কার, পিকআপ উপকমিটির সভাপতি শ্রমিক নেতা মো. মমতাজ আলী।

এতে বক্তব্য বলেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন ও নীলফামারী জেলা মাইক্রোবাস, জীপ, কার, পিকআপ মালিক সমিতির সড়ক সম্পাদক কাইয়ুম খান ডলফিন প্রমূখ।

সভায় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম -সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সড়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রচার সম্পাদক মো. আব্দুল জলিল,কোষাধ্যক্ষ মনছুর আলী, ক্রীড়া সম্পাদক স্বপন মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক লেবু মিয়া, কার্যকরী সদস্য রবিউল ইসলাম, মাইক্রোবাস, জীপ, কার, পিকআপ উপ-কমিটির সম্পাদক মো. মানিক মিয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমানে সৈয়দপুর বিমানবন্দরে প্রতিদিন ঢাকা -সৈয়দপুর-ঢাকা রুটে সরকারি বেসরকারি বিমান সংস্থার ১৪টি বিমান উঠানামা করছে।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে।

এ অবস্থায় সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমান যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পরিবহনে স্থানীয় মাইক্রোবাস, জীপ ও কার মালিক এবং শ্রমিকরা অগ্রাধিকার পাবেন এটি স্বাভাবিক।

এছাড়াও গত ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি সৈয়দপুর বিমানবন্দরের যাত্রী পরিবহন নিয়ে বেসরকারি বিমান সংস্থার প্রতিনিধি, সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এবং নীলফামারী জেলা পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছিল।

সৈয়দপুর বিমানবন্দরের তৎকালীণ ব্যবস্থাপক মো. শাহীন হোসেনের সভাপতিত্বে তার অফিস কক্ষে সভায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের তৎকালীণ সভাপতি মরহুম আখতার হোসেন বাদল, নীলফামারী জেলা মাইক্রোবাস,কার ও পিকআপ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বেসরকারি বিমান সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ওই সভায় সৈয়দপুর বিমানবন্দরে দিনের প্রথম ভাগে অবতরণ করা বিমানগুলোর যাত্রীদের মধ্য থেকে নীলফামারী জেলা মাইক্রোবাস, জীপ, কার ও পিকআপ মালিক সমিতির অন্তর্ভূক্ত একটি মাইক্রোবাসে ও একটি কার প্রথম সিরিয়ালে যাত্রী পূর্ণ হওয়ার পর দ্বিতীয় সিরিয়ালে বেসরকারি এয়ারলাইন্সের একটি করে গাড়ী তাদের বিমানের যাত্রী নিয়ে রংপুর, দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় নিয়ে যেতে পারবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় । আর অন্যান্য যাত্রীদের স্থানীয় মাইক্রোবাস, জীপ ও কার মালিক সমিতির গাড়ীগুলো পরিবহন করবে।

সে সময় বিমানবন্দর থেকে বিমান যাত্রীদের পরিবহনের ক্ষেত্রে লিখিত আকারে আরো বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করা হয়েছিল। এতে সৈয়দপুর বিমানবন্দরের তৎকালীণ ব্যবস্থাপক শাহীন আহমেদ স্বাক্ষর করেছিলেন।

কিন্তু বর্তমানে বেসরকারি বিমান সংস্থাগুলো ওই লিখিত সিদ্ধান্ত না মেনে তাদের নিজস্ব গাড়ীতে বিমান যাত্রী পরিবহনের পাঁয়তারা করছে। সংস্থাগুলোর এমন হঠকারি সিদ্ধান্তের কারণে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

পরিবহন নেতৃবৃন্দ বিগত সময়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহ মেনে চলার দাবি জানান ওই সভা থেকে । অন্যথায় আগামীতে তাদের সংগঠনের পক্ষ থেকে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারী উচ্চারণ করেন সভায় নেতৃবৃন্দ ।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours