লামায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী উদযাপন

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদক >>

বান্দরবানের লামা পৌর আওয়ামিলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী বাংলাদেশ আওয়ামিলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৫ সন্তানের মধ্যে জ্যৈষ্ঠ শেখ হাসিনা, মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্ম গ্রহন করেন।

ভাই বোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জিবীত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘাতকের গুলিতে নিহত হন।

এ উপলক্ষে সোমবার ( ২৮ সেপ্টেম্বর২১) বিকাল ৩ ঘটিকায় লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজে দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে লামা পৌর আওয়ামিলীগের সভাপতি মোঃ রফিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ তৈয়ব আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা আওয়ামিলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোস্তফা জামাল, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, মহিলা আওয়ামিলীগের সভানেত্রী ফাতেমা পারুল সহ উপজেলা আওয়ামিলীগ, পৌর আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় লামা উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা আওয়ামিলীগ সভাপতি শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার অপচেষ্টা করা হয়েছে,তিনি বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে কখনও বিচলিত ও দ্বিধাদন্বিত হননি, আরও প্রত্যয়ী হয়ে বাংলাদেশ কে সমৃদ্ধ দেশের উন্নীত করার লক্ষ্য নিয়ে নেতৃত্ব দিয়ে চলছেন।

প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এখন গোটা বিশ্বেই প্রশংসিত। উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি মোস্তফা জামাল বলেন, ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

১৯৯৬ সালে তাঁর নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামীলীগ প্রথম বারের মতো প্রধান মন্ত্রীর দায়িত্ব নেন। শেখ হাসিনা।

এরপর ২০০৮ সালে দ্বিতীয় এরপর ২০১৪ সালে তৃতীয় এবং সর্ব শেষ ৩০ ডিসেম্বর ২০১৮ সাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো প্রধান মন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা।

প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা গর্বিত।

বক্তব্য কালে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্থ্যতা কামনা করেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours