ফুলবাড়ীতে নবগঠিত ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত

Estimated read time 1 min read
Ad1

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি >>

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর সুযোগ্যকন্যা মানবতার জননী, আদর্শিক নেত্রী, নারী উন্নয়নের অগ্রপথিক, বিশ্ব শান্তির অগ্রদূত, জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন নানা আয়োজনে পালন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীদের অংশ গ্রহনে মঙ্গলবার সকাল সাড়ে এগারো টায় একটি আনন্দ মিছিল ফুলবাড়ী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।

বাদ যোহর উপজেলার বালাটারি জামে মসজিদে ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদৎ বরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ গৃহীত আজকের কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন সাবেক সহসভাপতি মিজানুর রহমান, সদ্যঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সহ-সভাপতি- মো.হাবিবুর রহমান খুশু, মোঃ বদরুল ইসলাম মিল্টন, সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন, যুগ্ন-সাধারণ সম্পাদক- মোঃ আব্দুল্লাহ আল- রাকিব বাতুল , মোঃ লোকমান হোসেন, মোঃ সজল পোদ্দার, মোঃ শফিফুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম আজাদ বাবু, তাহাদ হাসান তুষার, মোঃ বায়জিদ বোস্তামী বাঁধনসহ ছাত্রলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours