আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিগার সুলতানা (১৭) নামের এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে লাশটি উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর নাম নিগার সুলতানা উপজেলার শাকপুরা ইউনিয়নের আহমদ মিয়ার কন্যা। সে শাকপুরা পাইলট প্রবর্ত্তক কণ্যা বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী ছিল। দুই মাস পূর্বে পশ্চিম গোমদন্ডী মহল্লা চৌধুরী বাড়ির মো.হেলালের সাথে বিয়ে হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বামী মো. হেলাল জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিগার সুলতানা রাগ করে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় নিগারের বাপের বাড়িতে খবর দেওয়া হয়। বিকেল ৫টা দিকে দরজা ভেঙ্গে ঘরে ঝুলন্ত অবস্থায় নিগারকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন মোঃ রুবেল বলেন, নিগারের স্বামীর সাথে বড় ভাবির অবৈধ সম্পর্ক ছিল, এই কারনে প্রায়শ সংসারে পারিবারিক কলহ সৃষ্টি হয় নিগার প্রতিবাদ করার কারনে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠ তদন্ত করে বিচার দাবী করছি।
বোয়ালখালী থানার এসআই সাইফুর বলেন, খবর পেয়ে উপজেলা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
+ There are no comments
Add yours