নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম.কায়চার এর বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়ছে। লামা সাংবাদিক কল্যান সংস্থা’র উদ্যোগে, লামা প্রেস ক্লাব মিলনায়তনে সাহাব উদ্দিন রিটু’র সঞ্চালনায় ২৯সেপ্টেম্বর (বুধবার) রাত৭.০০টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লামা সাংবাদিক কল্যান সংস্থার প্রধান উপদেষ্টা বাবু প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল, প্রধান আলোচক হিসেবে লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, অনুষ্ঠানে বক্তব্য রাখেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানি দাশ ও জাহেদ উদ্দিন, সহকারি বন সংরক্ষক লামা বন বিভাগ, রুপসি পাড়া ইউ.পি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, সদর ইউ.পি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, লামা সদর ও তৈন রেঞ্জ কর্মকর্তা বৃন্দ, লামা সাংবাদিক কল্যান সংস্থার উপদেষ্টা মোঃ কামরুজ্জামান, মুহাম্মদ কামালুদ্দিন, মোঃ তানফিজুর রহমান, মোঃ রফিকুল ইসলাম সহ, লামা সাংবাদিক কল্যান সংস্থার আহ্বায়ক মোঃ তৈয়ব আলী সহ লামায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার উদেশ্যে স্মৃতি চারন করেন প্রধান অতিথি, প্রধান আলোচক ও বিশেষ অতিথি বৃন্দ, বক্তারা বলেন আজকের দিনটি আনন্দের আবার বেদনার।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম.কায়চার যোগদানের পর তিনি প্রায় ২ বছর কর্মস্থলে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
চাকুরি জীবনের বদলি জনিত বিদায় কর্মস্থল লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কে লামা উপজেলা বাসির পক্ষে জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা বৃন্দ,স্থানীয় রাজনৈতিক ব্যক্তি – বর্গ ও সাংবাদিক বৃন্দ তাঁর স্মৃতিময় কর্মকান্ড আজীবন স্মরন রাখার লক্ষ্যে সাংবাদিক কল্যান সংস্থার উদ্যোগে ( ২৯ সেপ্টেম্বর ) বুধবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় তাকে বিদায়ী সংবর্ধনা ও সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।
লামা সাংবাদিক কল্যান সংস্থার আহ্বায়ক মোঃ তৈয়ব আলী বলেন, বিভাগীয় বন কর্মকর্তা এস.এম.কায়চার এর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ সেনা বাহিনী’র সার্বিক সহযোগীতায় এশিয়া মহাদেশের বৃহত্তর ফরেষ্ট রিজার্ভ মাতামুহুরী ও সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলে হেলিকপ্টার থেকে ( সিডবলের মাধ্যমে ) বিরল ও বিলুপ্ত ৩০ প্রজাতির ৬ শত কেজি আনুমানিক ৫ লাখ বীজ মাটি সংমিশ্রনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে ছিটানো সত্যি প্রশংসনীয়। যা থেকে আমরা বান্দরবান বাসি আজীবন সুফল পাবে।
+ There are no comments
Add yours