এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ, প্রতিনিধি
চন্দনাইশ উপজেলায় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রয় বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ৪ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
জানা যায়, ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ঘোষণা করেছে মৎস্য বিভাগ। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণসহ ক্রয় ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ এই সময়ের মাঝেও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার উপজেলার দেওয়ানহাট মৎস্য বাজার, দোহাজারী পৌরসভা ও চন্দনাইশ পৌরসভার কাঁচাবাজারে অভিযান চালানো হয়।
অভিযানে চন্দনাইশ পৌরসভা কাঁচাবাজারে মাছ বিক্রেতা সজল দাসের ৫০ কেজি ইলিশ ও ৩০ কেজি জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ করা হয়। পাশাপাশি দোহাজারী মাছ বাজারের মৎস্য ব্যবসায়ী মো. মফিজুল ইসলামের ২০ কেজি জেলিযুক্ত বাগদা চিংড়ি জব্দ করা হয়।
পরে নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রয় ও জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইন এবং মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ও মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এই ২ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অন্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা মৎস্য দফতরের ফিল্ড অফিসার সোলতান আহমদ ও ক্যচিংনু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours