চন্দনাইশে স্বারদীয় দূর্গাপূজার প্রস্তুতি কাজ শেষ।

Estimated read time 1 min read
Ad1

এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ – চট্রগ্রাম

চন্দনাইশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় বড় উৎসব স্বারদীয় দূর্গা পূজা শারদীয় দুর্গা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রতিবছরের ন্যায় এবার ও চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রায় দেড় শতাধিক মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা।

উপজেলার বিভিন্ন মন্ডপে গিয়ে দেখা যায় ,প্রত্যেক মন্ডপে প্রতিমার রং তুলির কাজ শেষ। চলছে মন্ডপ প্রাঙ্গন সাজানো কাজ।

চন্দনাইশ পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ পশ্চিম হারলা সার্বজনীন ঠাকুরানী দূর্গা মন্দিরে সাজ-সাজ রব অবস্থা। প্রতিমা তৈরীর শিল্পী বা কারিগর লক্ষীপুর জেলার লক্ষণ পাল বলেন ১৫দিনে মন্দিরে প্রতিমা তৈরী ও রং তুলির কাজ শেষ করা হয়েছে।

এদিকে পশ্চিম হারালা সর্বজননী ঠাকুরানী দুর্গা মন্দিরে পূজা পরিচালনা কমিটির সভাপতি লিটন চৌধুরী ও সাধারন সম্পাদক মিটুন মহাজন বলেন,মন্দিরে প্রতিমা তৈরী থেকে আরম্ব করে প্রতিমা বিসর্জন পর্যন্ত্য আমাদের প্রায় সাড়ে ৪লাখ টাকা ব্যয় হবে।

আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে স্বারদীয় দূর্গাপূজা। পূজারীদের মতে এবার দোলনায় চড়ে দেবীর আগমন করবেন এবং নৌকায় করে তিনি মত্তুকা বা পৃথিবী ত্যাগ করবেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours