চিলমারীতে রাণীগঞ্জ ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

Estimated read time 1 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি >>

কুড়িগ্রামের চিলমারী উপজেলা রাণীগঞ্জ ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার বিকেলে উপজেলার খালেদা শওকত পাটওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি, আরডিআরএস) সহযোগিতায় রাণীগঞ্জ ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম লিচু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সখিনা খাতুন, চিলমারী মডেল থানার তদন্ত অফিসার প্রাণ কৃষ্ণ, ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours