আকাশ মারমা মংসিং বান্দরবান >>
সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ একজন নারীকে পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে দেয় না।
তিনি আরো বলেন, একটি সুস্থ জাতি পেতে হলে দরকার একজন শিক্ষিত মা, শিক্ষিত মায়ের মাধ্যমেই সম্ভব একটি সুস্থ জাতি। এসময় তিনি সবাইকে বাল্যবিবাহকে না বলা এবং দেশ ও ভবিষ্যত প্রজন্মের উন্নয়নের জন্য বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সর্ম্পকে জ্ঞান অর্জনের অনুরোধ জানান।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে বান্দরবান সরকারি কলেজের হলরুমে বান্দরবান জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অয়োজনে বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.মকছুদুল আমিন এর সভাপতিত্বে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এই কথা বলেন।
বান্দরবান সরকারি কলেজের সহযোগিতায় এই সচেতনতা মূলক সভায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এবং বাল্যবিবাহের কুফল এবং সমাজে এর প্রভাব সর্ম্পকে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পরামর্শ ও মতামত দেন অতিথিরা।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুস ফরাজী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো.কায়েসুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক আতিয়া চৌধুরীসহ বান্দরবান সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours