জন্ম-মৃত্যু নিবন্ধনের চেষ্ঠায় রোহিঙ্গারা,বান্তবায়ন হবে না: ইউএনও সালমা ফেরদৌস

Estimated read time 1 min read
Ad1

মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গা শিশুরা কখনও নিবন্ধন পাবে না। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস। উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানওয়ান চাক , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা, হাসপাতাল প্রধান ডা. এ জেট এম ছলিম, থানার ওসি(তদন্ত) শরীফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান মেম্বার, ডা. সিরাজ প্রমূখ।

সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস বলেন, মিয়ানমার সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়িতে অনেক রোহিঙ্গার আত্মীয়-স্বজন রয়েছে। আগে এসে অনেকে ভোটার হয়েছে। বর্তমানেও অনেকে জন্ম-মৃত্যু নিবন্ধন নিতে চেষ্ঠায় আছে। তা কখনও বান্তবায়ন হবে না। বাংলাদেশী নাগরিকরাই শুধু জন্ম-মৃত্যু নিবন্ধন করবে।

এ সভায় নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, বিয়ে দিতে কম বয়সীদের বয়স বাড়ানো যাবে না। বিশেষ করে বয়স জন্ম-মৃত্যু নিবন্ধন করতে চেয়ারম্যান-মেম্বাররা প্রয়োজনে ঘরে ঘরে যাবে বলে ঘোষণা দেন তরুণ এই চেয়ারম্যান। এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই বক্তব্য রাখেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours